লেলিহান সময়ের গল্প
মাহবুব মোতানাব্বি
‘লেলিহান সময়ের গল্প’ আমাদের কালের এই বদ্বীপের এক চলমান দর্পণ। একেকটি গল্পে একেক দিক থেকে দর্পণে মুখ দেখেছেন লেখক। একই লোকালয়ের গল্প। কিন্তু লেখকের কুশলী আলোকসম্পাতে একেকবার পাঠককে নিয়ে যায় একেক চিত্রকল্পে। প্রত্যেকটি গল্পই স্বতন্ত্র উপস্থাপনভঙ্গী আর বিষয় বৈচিত্র্যে এমনই ঋদ্ধ যে, সব একই লেখকের লেখা কি না তা নিয়ে মাঝে মাঝে বিভ্রম জাগে।
যাঁরা বলেন, ছোটগল্পের দিন শেষ, চূড়ান্ত মন্তব্য করার আগে তাঁদের অবশ্যই পড়ে দেখতে হবে এ বইটি। কঠিন পাঠকের জন্য কঠিন করে যেমন লেখা হয়নি গল্পগুলো, তেমনি আবার বায়বীয় ভাবালুতায় ভাসমানও নয় এ লেখা। বাস্তবতার কঠিন মাটির নিচ দিয়ে অন্ত:শীলা স্রোতের মত স্বচ্ছন্দে চলে গেছে লেখকের কলম। আরোপিত পরবাস্তবতা নয় আবার কঠিন পাথুরে গদ্যও নয়, দুই মলাটের মধ্যে সুখপাঠ্য কিন্তু ভাবনা জাগানোার মত কিছু লেখা লিখেছেন গল্পকার।