লায়লা আর নামিরা দুই বান্ধবীর কথোপকথন—
লায়লা: তুই তো বলিস ইসলাম না–কি নারীকে সবচেয়ে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কই ইসলাম তো নারীর প্রতি অবিচার করেছে।
নামিরা: অবিচার!? তুই কোথায় পেলি ইসলাম নারীর প্রতি অবিচার করেছে।
লায়লা: এই যে দেখ পৈত্রিক সম্পত্তিতে ইসলাম বলে ছেলে পাবে দু' ভাগ আর মেয়ে পাবে এক ভাগ। এটা অবিচার নয়?
নামিরা: না এটা মোটেও অবিচার নয় ।আপতদৃষ্টিতে দেখলে কম –বেশি মনে হলেও আদৌ এটা নারীর প্রতি অবিচার নয়।