ভূমিকা
আমাদের স্বাভাবিক জীবনে মাঝে মাঝে ছন্দপতন ঘটে। ভবিষ্যৎ অনিশ্চয়তা, সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব, এমনকি এসব কারণে একটা ভালোবাসার সম্পর্কে সৃষ্টি হয় সন্দেহ ফাটল। এতসবের মাঝে তবুও এগিয়ে যেতে হয়। তখন প্রকৃতির বিরুদ্ধে চলতে গিয়ে কেউ কেউ হারিয়ে যায়। কিন্তু যখন আশেপাশের অনেকজন একের পর এক হারিয়ে যাওয়াটা খানিকটা রহস্যময়। হারিয়ে যাওয়া মানুষের গায়ে লেগে থাকে পারফিউমের সুগন্ধি। উপন্যাস সেই হারিয়ে যাওয়া রহস্যময় মানুষদের নিয়ে।
সোনালি চোখের এক লাস্যময়ী আরব মেয়েটির ভালবাসা, হঠাৎ মৃত্যু, তারপর একের পর এক সিরিয়াল মৃত্যুর ঘটনা নিয়ে লেখা এ উপন্যাস।
উপন্যাসের বেশ কিছু অংশ সত্য ঘটনার উপর লেখা। গল্পটাকে কিছু ঘটনার সাথে মিলিয়ে কেবল গল্প ভেবে লিখেছি। অনেক সময় অনেক অংশ বাস্তবিক ব্যাখ্যা দাঁড় করাতে গেলে অবিশ্বাস আসবে, খাপছাড়া লাগবে। প্রেম, সংসার, খুন, রহস্য আর প্রতিশোধের সাইকোলজিক্যাল উপন্যাস 'পারফিউম'র সুবাসে আপনার মন অল্প হলেও সুগন্ধিতে ভরিয়ে রাখবে।