এই গ্রন্থের প্রাথমিক খসড়াটি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র 'উদ্বোধন' পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ার পর এক পাঠক লিখেছিলেন, "প্রাবন্ধিক এখানে সংস্কারমুক্ত নির্ভীক মন নিয়ে এমন একটি বিষয়ের ওপর নতুন করে আলোকপাত করেছেন, যেখানে 'দেবদূতরাও পা ফেলতে ভয় পান'!"
(ফেব্রুয়ারি সংখ্যা, ২০০৪) সৌভাগ্যের কথা, দেবাঞ্জন বিতর্কের ভয়ে পিছিয়ে যাননি। ছড়িয়ে থাকা নানা সংবাদ, মন্তব্য, পত্রাংশ খুঁজে তিনি উদ্ধার করে এনেছেন একরাশ অল্পপরিচিত আর অপরিচিত তথ্য।