আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
‘পাহাড়সম হৃদয়’ কবি ঊষাতন চাকমার এক অনবদ্য সৃষ্টি। পাহাড়ি জনপদের এই কবির কবিতায় পাহাড়ের মানুষের আত্মবেদনার মর্মরিত বিচ্ছুরণ অনুরণিত হয়েছে। কবি তাঁর যাপিত জীবনে স্বপ্নময় পৃথিবীকে এক অনিন্দ্য সুন্দর আবাসভূমি হিসেবে দেখতে চান। ফলে তিনি তাঁর হৃদয়ের ঔদার্য দিয়ে পাহড়ের সমান হৃদয় ধারণ করতে পেয়েছেন।
তাঁর কবিতায় পাহাড়, প্রকৃতি, প্রেম, আর শান্তির বারতা অবিশ্রান্ত ঝরনার স্রোতের মতো প্রবহমান। বিরান মরীচিকা মরুময়তায় ধূলিমাখা চোখে পাহাড়ি মানুষের বেদনার্ত আকুতি তাঁর কবিতার উপজীব্য বিষয় হয়ে উঠেছে।
অবশেষে কবিও একদিন বুদ্ধের প্রদর্শিত পথে খুঁজে নেবেন এক বোধিবৃক্ষ। আর সেই বৃক্ষের নিচে ধ্যানের গভীরে চেতনার পেয়ালায় পূর্ণ করে নেবেন কাব্যিক বোধিজ্ঞান। সব তৃষ্ণা ক্ষয় করে, জয় করে নেবেন জাগতিক সব প্রতিবন্ধকতা। লিখে যাবেন মানব জীবনের রঙিন ডায়েরি।
কবি ঊষাতন চাকমার বাংলা ভাষায় প্রথম কবিতাগ্রন্থটি পাঠককে নিশ্চয় মুগ্ধ করবে।
আনোয়ার কামাল
কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক
সম্পাদক-- ‘এবং মানুষ’ (সাহিত্য বিষয়ক ছোটকাগজ)
ঢাকা।