প্রকাশকের কথা:
কবি মো: আসাদুল হক-এর ‘বিন্দু হিন্দোল’ কাব্যগ্রন্থটি আমাদের চারদিকে ঘটে যাওয়া নানান অসংগতি ও বঞ্চনার স্বীকার জনগোষ্ঠিকে উপজীব্য করে কাব্য রচনা করেছেন। শোষিত ও বঞ্চিত জনতার শোষণের বিরুদ্ধে এক একটি কবিতা হতে পারে প্রতিবাদের হাতিয়ার।
পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়া, শোষণমুক্ত সমাজ বির্নিমানের জন্য কবির কলম একটি অস্র হিসেবে কাজ করে থাকে। যা সারা বিশে^র মধ্যে একটি সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত বটে।
কবি কলম চালিয়েছেন নানান ঢঙে নানান ছলে শব্দ প্রয়োগে এক একটি কবিতা সৃষ্টির প্রয়াস পেয়েছেন।
কবি কখনও প্রতিবাদ করেছেন, কখনও সহ্য করে জীবনকে এগিয়ে নিতে সচেষ্ট হয়েছেন। কবিতাগুলো পাঠকের কাছে জনপ্রিয়তা পাবে, পাঠকদের মনে আরো বেশি ইতিবাচক হিসেবে সামনে আসবে এবং সকল পাঠকের ভালো লাগবে এটাই প্রত্যাশা।
আবুল খায়ের
কবি ও প্রকাশক