গাজী মুনছুর আজিজ অজন্তা দেখে দেশে ফিরেছেন, আওরঙ্গাবাদ-অজন্তার দীর্ঘ পথে আমার এক ঝটিকা সফরের দেড় দশক পরে। সেই নিরালা পথ, পানিহীন অঘোরা নদী, খাড়া পাহাড়ের অর্ধচন্দ্রাকার পাথুরে দেয়াল কেটে দুই সহস্রাব্দ আগে গড়া মনোহর প্রস্তরমূর্তি আর মলিন হয়ে আসা দেয়ালচিত্রগুলো চোখের সামনে নতুন করে তুলে ধরলেন মুনছুর আজিজ। অজন্তার অনন্য গুহাগুলো এবার ঘরে বসেই ঘুরে দেখার সুযোগ এনে দিলো তার এ বই। আরামকেদারার এই ভ্রমণে কিছু নতুন চিত্র দেখলাম আর কিছু অজানা কাহিনি জানলাম যা দেড় দশক আগের ভ্রমণে আমার দেখা ও জানা হয়নি। প্রাচীনকালের ভিক্ষু-জীবনের নানা কথা জেনে প্রস্তুত মন নিয়েই মুনছুর আজিজ অজন্তা দেখতে গেছেন আর দেখেছেন খুঁটিনাটি অনেক কিছু, যা না দেখেই গুহার পর গুহা পার হয় লোকে। তার চেয়ে বড় কথা, তিনি যা দেখেছেন আর যা জেনেছেন তার একটা সরল, অনাড়ম্বর, গতিশীল ও উপভোগ্য গল্প লিখেছেন এ বইয়ে। যারা কোনোদিন অজন্তা দেখার সুযোগ পাবেন না, যারা একদিন অজন্তা দেখতে যেতে চান, কিংবা যারা আমার মতো দেখেও পুরো দেখেননি তাদের পাঠ্য-তালিকায় গাজী মুনছুর আজিজের এ বইটির নাম দেওয়া যায়।