কবিতা মনের অনুভূতি, ব্যক্তি দর্শন,যা অল্প কথায় কোনো ঘটনা প্রবাহকে তুলে ধরে পাঠক মনে রেখাপাত করে ‘চায়ের কাপে উষ্ণতা’ আমার প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে রোমান্টিকতার পাশাপাশি মান-অভিমান, প্রিয়তমার বিরহে যুবকের আত্মচিৎকার, প্রিয়জনকে ধরে রাখার প্রয়াস, সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত পাঠকদের হাতে ‘চায়ের কাপে উষ্ণতা’ কাব্যগ্রন্থটি তুলে দিলাম। আপনাদের ভালোবাসা আমার আগামীর পথচলা।
- শুভজ্যোতি মন্ডল মানিক