আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমি যে পাঠ প্রতিক্রিয়াগুলো এখানে তুলে এনেছি তা পাঠকদের জন্যে ইঙ্গিত বিশেষ। ইঙ্গিতগুলো হলো, বই পড়তে গিয়ে কোথায় কোথায় লেখককে প্রশ্ন করতে হবে সেসব ধরতে পারা।
লেখকদের জন্যে এ পাঠালাপগুলো সুষ্পষ্ট বার্তা। বার্তাটা হলো- আবর্জনা তৈরি করা থেকে বিরত থাকুন। লেখার আগে অনেক বেশি পড়ুন। লেখায় তেলতেলে আবেগ-রোমান্টিসিজম না ঢেলে বোধ-প্রজ্ঞাও ঢালুন এবং সতর্ক থাকুন লিখতে বসার আগে। কেননা পাঠকের প্রতি লেখকের দায়বদ্ধতা আছে কিন্তু লেখকের প্রতি পাঠক দায়বদ্ধ নয়।
এর মানে হলো, আপনাকে ছুঁড়ে ফেলে দিলে পাঠকের আসলে কোনো দোষ ধরা যাবে না। কিন্তু যদি লেখক আপনি সহজাত-প্রাচীন অহং-এ ডুবে থেকে ভাবতে থাকেন- পাঠক আপনার লেখার গুরুত্ব বুঝতে পারে না, তবে লিখে রাখুন, এটা আপনার মনের অসুখ। তাই খুশিমনে আপনার উচিত এ বইটা হাতে নেয়া। এ বই লেখক হিসেবে আপনার অহং-এর অসুখ ছুটিয়ে দেবে।