১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
এ এ (অ্যালান আলেকজান্ডার) মিল্নে কবি, নাট্যকার, ঔপন্যাসিক। জন্ম - ১৮ জানুয়ারি ১৮৮২ সালে লন্ডনের কিলবার্নে। পিতা- জন ভাইন মিল্নে এবং মাতা- সারা মেরি মিল্নে। জন্ম ও বেড়ে ওঠা ৬/৭ মর্টিমার রোড, কিলবার্ন, লন্ডন-এর একটি ছোটো পাবলিক স্কুলে যা তার বাবা পরিচালনা করতেন। তাঁর শিক্ষকদের মধ্যে একজন ছিলেন এইচ জি ওয়েল্স, যিনি ১৮৮৯-৯০ সালে সেখানে শিক্ষকতা করেছিলেন। মিল্নে কেমব্রিজের ওয়েস্টমিনিস্টার স্কুল এবং ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছেন যেখানে তিনি বিএ ডিগ্রি অর্জনের সাথে সাথে বৃত্তি নিয়ে গণিতের উপর পড়াশোনা করেন। একজন প্রতিভাবান ফিল্ডার হিসেবে মিল্নে দুটি অপেশাদার ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন যেগুলো মূলত ব্রিটিশ লেখকদের সমন্বয়ে গঠিত হয়েছিল। তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন সহকর্মী জে এম এম ব্যারি, আর্থার কোনান ডয়েল এবং পি জি ওড্হাউস। মিল্নে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং রয়্যাল ওয়ারউইক্শায়ার রেজিমেন্টে অফিসার হিসাবে এবং পরে রয়্যাল কর্পস অফ সিগন্যাল্সে দায়িত্ব পালন করেন। ১৯১৩ সালে ডরোথি ‘ড্যাফনে’ ডি সলিনকোর্টকে বিয়ে করেন মিল্নে এবং ১৯২০ সালে তাদের একমাত্র পুত্র ক্রিস্টোফার রবিন মিল্নে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিল্নে হার্টফিল্ড ও ফরেস্ট রো-তে ব্রিটিশ হোম গার্ডের ক্যাপ্টেন ছিলেন। তিনি তার প্লাটুন সদস্যদের কাছে ‘সরল মি. মিল্নে’ হিসেবে অধিক পরিচিত ছিলেন। উপন্যাস সমূহ - লাভার্স ইন লন্ডন (১৯০৫), ওয়ান্স অন আ টাইম (১৯১৭), মি. পিম (১৯২১), দ্য রেড হাউস মিস্ট্রি (১৯২২), টু পিপল্ (১৯৩১), ফোর ডেইজ ওয়ান্ডার (১৯৩৩), ক্লো র্মা (১৯৪৬)। উপন্যাস ব্যতীত তার অন্যান্য সাহিত্য কর্মের সংখ্যা ৬৬। হার্টফিল্ড, পুর্ব সাসেক্সের নিজ বাড়িতে ১৯৫৬ সালের জানুয়ারি মাসে ৭৪ বছর বয়সে এ এ মিল্নে মৃত্যুবরণ করেন।