‘ঈশ্বর বুঝি নেমে এলো জঙ্গলে
জঙ্গলের ভাঁজ খুলে স্বর্গ দেখি
ঈশ্বর দেখি না!’
বর্তমান বাঙলার প্রতিবাদী কণ্ঠ, দ্রোহ ও সাম্যের লেখক দয়াল ফারুক। যার কলমে ফুটে উঠেছে দেশ মাতার প্রেম, দালাল দুর্নীতির বিরুদ্ধে দ্রোহ, প্রেমালির স্বপ্ন, হারিয়ে যাওয়া ঐতিহ্য, অতি কষ্টে বেঁচে থাকা মানুষের সংগ্রামী কথা। এককথায়, দয়াল ফারুক সংগ্রামী সাধক। শোষণ, ক্ষমতায়নে স্বৈরাচারী মনোভাব, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শব্দ হাতিয়ার। আধ্যাত্মিক পরিমণ্ডলে বিচরণকারী আধ্যাত্মিক লেখক। কবির প্রতিটি কবিতা একটি শব্দ বুলেট।