এখন পর্যন্ত পাওয়া সূত্রগুলো খোলাসা করার প্রাণপন চেষ্টা করছে ওরা। তাই বারংবার মস্তিষ্কে ইঁদুর-বিড়াল খেলা চলমান। এর মাঝে নব্য আশার প্রদীপ শিখা পথগুলাকে আরও গুলিয়ে দিচ্ছে। ক্রমেই কঠিন করে দিচ্ছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।
মগজের ক্ষমতা কমে আসছে। এবার সকলেরই বিশ্রাম প্রয়োজন। অনেকগুলো বিশাল খটকার জন্ম হয়েছে। এখন শুধুমাত্র একটা আলোর ঝলকানি প্রয়োজন। যেটা তাদের পথকে সহজ করে দেবে। তবে এই মধ্যনিশির ঘুটঘুটে অন্ধকারে আধমরা এক বিষণ্ন মগজ আর অক্ষিগোলকদ্বয় ওই ঝলকানির দেখা দর্শনের জন্য উপযুক্ত নয়। কাল সকালে একবার বেরোতে হবে। ঘরের মধ্যে এ বিষয়গুলো নিয়ে আলোচনা সুখকর নয়। এখন আগামীর জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। জিততেই হবে এই মগজের লড়াই।