দশটি ছোটগল্প নিয়ে নম্রতা সাহার গল্পগ্রন্থ “অপরাজিতা” অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষে অন্যধারা পাবলিকেশন্স হতে প্রকাশিত হচ্ছে। প্রকাশক হিসেবে পান্ডুলিপি পাঠ করেছি। মেধা ও মননশীলতার স্ফুরণ ঘটেছে প্রতিটি গল্পের বিষয় নির্বাচনে। বাংলা সাহিত্যের ছোট গল্প লেখার যে রীতি নীতি, কলাকৌশল এ গ্রন্থে তার প্রতিফলন ঘটেছে। লেখক বয়স বিচারে তরুণী হলেও
লেখনীতে পুরোদস্তুর একজন গল্পকার এটা নিশ্চিত করেই বলা যায়। ছাত্রী হিসেবে যেমন মেধাবী ঠিক তেমনি লেখক হিসেবেও চিন্তাশীল। ভাব, ভাষা এবং বাক্যবিন্যাসেও বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতিফলন ঘটেছে এই গল্পগ্রন্থে। গল্পগুলো বাস্তবধর্মী, কিছুটা রোমাঞ্চকর যা চিন্তার খোরাক যোগাবে নিশ্চিত। সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা এই গল্পগ্রন্থ পাঠে পাঠক হৃদয় আন্দোলিত হবে। সমসাময়িক বিভিন্ন বিষয় বৈচিত্র্য নিয়ে লেখা এ গ্রন্থটি আধুনিক গল্পের বিস্তৃত জগতে পাকাপোক্ত আসন অলংকৃত করবে। কল্পনার ধীশক্তি ও বাস্তবতার টানাপোড়েন নিয়ে লেখা এই গ্রন্থটি অবশ্যই পাঠক প্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।