মহৎ বেদনাবোধ না থাকলে, মনের ভেতর হাহাকার না থাকলে- কখনো সৃষ্টি হয় না ভালো কোনো কবিতা কিংবা সুরের। মন যদি কেমন না করে, তবে কিসের প্রেম, কিসের ভালোবাসা? ‘গভীর বিশ্বাসের প্রহর’ তেমনই এক কাব্যগ্রন্থ যাতে লেখক মুনির আহমদ তার নিজস্ব ভাষাশৈলী দিয়ে ফুটিয়ে তুলেছেন মন কেমন করা সেই হাহাকারটা। শব্দের ছন্দময় যাদুতে বিরহ এঁকেছেন নান্দনিক অবয়বে, নীল কষ্টের নির্যাস দিয়ে। প্রথম কাব্যগ্রন্থ ‘প্রান্তে প্রান্তে স্বপ্ন’ এর ন্যায় ‘গভীর বিশ্বাসের প্রহর’ কাব্যগ্রন্থটি তার নিজস্বতায় পাঠক মনে জায়গা করে নেবে বলে আশা করছি।