21 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 500TK. 449 You Save TK. 51 (10%)
Related Products
Product Specification & Summary
মোগল সুবা ঢাকায় নিযুক্ত দেড় ডজনেরও বেশি সুবাদার-নবাবের মধ্যে ৩জনের নাম সর্বাগ্রে আসে ও সবচেয়ে বেশি উচ্চারিত হয় এবং সেটা যৌক্তিক কারণেই। এঁদের একজন রাজধানীরূপে 'ঢাকার প্রতিষ্ঠাতা' সুবাদার ইসলাম খান চিশতি, এবং অন্য দু'জন হলেন- সুবাদার মিরজুমলা ও সুবাদার শায়েস্তা খান। এ ত্রয়ীর মধ্যে ইসলাম খান ৫ বছর এবং মিরজুমলা ৩ বছরের মতো সুবাদারি করেছিলেন। তবে এখানে আশ্চর্যের সঙ্গে যা লক্ষণীয় তা হলো, শেষোক্ত দু'জনই বাংলামুলুকে মৃত্যুবরণ করেন এবং ইসলাম খানের মরদেহের অস্থিপঞ্জর ঢাকার কবর থেকে তুলে পরে ফতেহপুর সিক্রিতে স্থানান্তরিত হয়েছিল।
অন্যদিকে শায়েস্তা খান দু'বারে মিলিয়ে মোট প্রায় ২২ বছর বাংলায় সুবাদারি করেন। প্রথমবার ১৬৬৪ (নিয়োগ ১৬৬৩; রাজমহলে আগমন ৮ই মার্চ ১৬৬৪) থেকে ১৬৭৭ এবং দ্বিতীয়বার ১৬৭৯-১৬৮৯ খ্রি.।