শরতের মৃদু বাতাসে জানালার শুভ্র পর্দাগুলো নেচে নেচে কেঁপে উঠছে। পড়ন্ত বিকেলের সূর্যের আলো একটুখানি সুযোগ পেয়ে ঘরের ভেতর প্রবেশ করছে, কিন্তু আলোর এই অন্তঃগমনটা যেন খানিকের জন্য; পর্দাগুলো উদ্দাম নৃত্য ছেড়ে নিজেদের জায়গা দখল করে বিদায় জানাচ্ছে আলোকে। খানিকের জন্য আবার পুরো কক্ষটা অন্ধকারে ডুবে যায়। পাল্লা দিয়ে যেন আলো-আঁধারির খেলা চলছে এই কক্ষে। আলোকে হারিয়ে একবার অন্ধকার রাজত্ব কায়েম করে, আবার সেই ঠুনকো রাজত্বকে তাসের ঘরের মতো সরিয়ে দিয়ে নিজের আধিপত্য বিস্তার করে আলো।
কে জিতবে?
আলো না আঁধার?
এটা যেন সৃষ্টিকর্তা মানব জাতির জন্য ধাঁধা হিসেবে রেখে দিয়েছেন। যেটার সমাধান কেবল দিগন্তের মতো। মানষ সমাধান করতে......