প্রকৃতি ও প্রেমের কবি জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। "রূপসী বাংলা" এমন এক কাব্যগ্রন্থ, যেখানে বাংলার রূপ সামগ্রিকভাবে সংহত হয়ে আছে।
জীবনানন্দ দাশ বাংলার নদী, মাঠ, জোছনা, শিশির, নক্ষত্র, লক্ষ্মীপেঁচা, ডুমুরের ফুল ভালোবেসে হৃদয়ের গহীনে যে শব্দমালা গেঁথেছেন তার উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন কাব্যগ্রন্থের পরতে পরতে।
এই বাংলার প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ কবির সত্ত্বার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি তাঁর জীবনসত্ত্বা দিয়ে গ্রহণ করেছেন প্রকৃতিকে আর প্রকাশ করেছেন সমগ্র কবিসত্ত্বা দিয়ে। প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন বিচিত্রভাবে। এ কাব্যগ্রন্থে আবহমান বাংলাকে অপরূপ মায়াময় করে তুলেছেন কবি।