মুক্তিযুদ্ধ আমাদের অহংকার , আমাদের গৌরব। কিন্তু এই গৌরব অর্জন করতে আমাদের গুরুজনদের কতটা রক্তাক্ত পথ পাড়ি দিতে হয়েছে তার কিছুটা আমাদের প্রজন্ম জানলেও সারা দেশে ঘটে যাওয়া সবটুকু ঘটনা আমরাও জানি না। আর আমাদের পরবর্তী প্রজন্ম কিছুদিন পর আমাদের এই রক্ত গৌরব গাঁথা যেন ভুলে না যায় সেই প্রচেষ্টাকে সামনে রেখে রচিত হয়েছে রক্ত গৌরব গ্রন্থটি । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি ডাক দিয়ে যান স্বাধীনতা যুদ্ধের। তারপর ১৯৭১ এর ১৬ ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা । সেই দীর্ঘ রক্তগৌরব গাঁথা তুলে আনার চেষ্টা করেছি মুক্তিযোদ্ধা রণসৈনিক ও শব্দসৈনিকদের লেখনীতে । এ কাজে লেখা সংগ্রহে সহযোগিতা করেছেন আমার বন্ধু জয় ঘোষ । সুন্দর প্রচ্ছদটি করে দিয়েছেন অরূপ বাউল । দুজনের কাছেই আমি চিরকৃতজ্ঞ ।