গল্প কোথায় থাকে?- চা-কফির আড্ডায়, ঘড়ির শাসানি এড়ানো বাজারের ফর্দে, রাতজাগা টেলিফোনে, দুপুরের হেঁশেল থেকে নৌকার ছাওয়ায়। শহরের সীমা থেকে প্রত্যন্ত গ্রামে। গল্প থাকে মাটিতে। সে মাটি কোথাও দিগন্ত রচনা করে, কোথাও সিমেন্টের ফাঁক গলে এগিয়ে দেয় ঘাসফুলের রং। সেই সব খণ্ডমুহূর্তে মাটি বুক পেতে দেয়। এগিয়ে চলে হৃদয়পুর লোকাল। দেশ, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, শিলাদিত্য, ঋত্বিক, অন্তরীপ, ইত্যাদি পত্রিকায় প্রকাশিত পঁচিশটি ছোটোগল্প নিয়ে এই সংকলন।