বইটির প্রথম ফ্ল্যাপ থেকে
ভালোবাসা এক উপলব্ধির নাম। এক বোধের নাম। যা বেঁচে রয় নিজের মনে। জীবনের পথে পথে থাকে নানা প্রাপ্তি-অপ্রাপ্তির অনুরণন। তার মধ্যে কিছু পাওয়া অন্তর্লোক দখল করে রাখে। যা চাইলেও দূর করা যায় না। এই গল্পে সিলভিয়া পারেনি। পারেনি তার হৃদয়ের স্পর্শ পাওয়া শিমুল।
কিছু মানুষকে পার্থিব পাওয়ায় টানে না। তারা যা - পেতে চায় তা নিজের কাছ থেকেই পেতে চায়। এর বাইরেও সভ্যতার এক দায় থাকে। কিছু বিষয় কম্প্রোইজ করা যায় না। সূক্ষ্ম রুচিবোধের মানুষেরা কখনও তা পারে না। তাই হৃদয় জোড়া ভালবাসা নিয়েও একসঙ্গে থাকা এই মানুষদের হয় না। শিমুল-সিলভিয়ার হৃদয়ের তেমনি এক উজান গঙ্গা 'অভ্রান্ত বোধ' উপন্যাসের প্রেক্ষাপট। এ গল্প মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। এ গল্প নিজের সাথে বোঝাপড়ার গল্প। এ গল্প ভালোবাসা বোধের গল্প। দীর্ঘ কর্মজীবনে নানা মানুষকে দেখেছি। তাদের মধ্য 'থেকেই কিছু চরিত্রর ছায়া এসেছে কোনো কোনো চরিত্র চিত্রণে। তবে মূলত এ কাহিনী এক মনস্তাত্ত্বিক ভ্রমণের গল্প। মস্তিষ্ক আর হৃদয়কে আলাদা রাখতে পারা মানুষের গল্প।