আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
দেবী, পা ফেলছেন
একটি কবিতার পাশে শুয়ে আছে শাদা সময়, মায়ালোক
মেঘের বাড়ি থেকে ছুটে আসে রোমাঞ্চ ডাকঘর,
দেবী, পা ফেলছেন। উঁকি দিচ্ছে শোকগ্রস্ত সময়।
আমি তাকে নাচাতে গিয়ে দেখি
ঝরে যাচ্ছে জন্মদিনের পাতা।
তখন বেজে ওঠে গির্জার ঘণ্টা, ভৌতিক আঁধার, চসার পতন!
তাকে ঘিরেই বেড়ে যায় হাজারো বৈকল্যবাদ,
মাথার ভেতরে শেষ সিগন্যালÑ
আমি নেমে যাচ্ছি
ধবল কুয়াশার ভিড়ে কিছু সাংকেতিক হাঁস,
খেলা করে একটি মন্ত্রখচিত পা।