16 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 450TK. 389
You Save TK. 61 (14%)
Related Products
Product Specification & Summary
ক্ষুধা বা দারিদ্র্য কোনোটাই মানুষের স্বাভাবিক অবস্থান নয়। এগুলো মানুষের ভুল চিন্তার মাশুল। মানুষের ভুল চিন্তা-প্রসূত তত্ত্বের কারণে এর সৃষ্টি হয়েছে। ভুল তত্ত্ব, ভুল অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করেছে। যার ফলে ভুল সামাজিক কাঠামো তৈরি হয়েছে।
জনাব আবদুল হাই খান গ্রামীণ ব্যাংক প্রকল্প থেকে একজন অত্যন্ত মেধাবী ও ক্ষকর্মী হিসেবে আমার সাথে কাজ করে আসছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্তর ক্রমান্বয়ে পার করে বর্তমানে গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শে-বিদেশে গ্রামীণ ক্ষুুদ্রঋণ ও সামাজিক ব্যাবসা কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ ৪০ বছরব্যাপী গ্রামীণের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক-এ কাজের সুবাে সামাজিক ব্যাবসা সম্পর্কে তাঁর ধারণা গভীর হয়েছে।
আমার লেখা বই ‘A World of Three Zeros’-এ উদ্বুদ্ধ হয়ে শূন্য বেকারত্ব বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ ট্রাস্ট ‘Venture capital fund’ গঠন করে বাংলাদেশে নবীন পুঁজি বিনিয়োগ কর্মসূচি পরীক্ষা-নিরীক্ষা করছে। বাংলাদেশে নবীন কর্মসূচির সফলতা দেখে গ্রামীণ কসোভো ও গ্রামীণ ইয়েমেন সামাজিক ব্যাবসা হিসেবে নবীন কর্মসূচি রেপ্লিকেশন করে চলেছে। এ কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তারই আলোকে লেখা ‘বেকারত্ব থেকে উদ্যোক্তা’।
যাঁরা দারিদ্র্যমোচন ও বেকার মুক্ত পৃথিবী, শে কিংবা গ্রাম গড়ার স্বপ্ন দেখেন, তাঁরা আবদুল হাই খানের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবেন নিঃসন্দেহে। আশা করি, বইটি সকলের কাছে আদৃত হবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস
গ্রামীণ ব্যাংক-এর প্রতিষ্ঠাতা ও
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী