মোঃ হাফিজ উদ্দিন ১৯৭৩ সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন সোহাগপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল আজিজ, মাতার নাম সখিনা খাতুন। তিন ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সোহাগপুর মাদ্রাসা ও প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন ভাওয়াল বদরে আলম সরকারি মহাবিদ্যালয় হতে। পেশাগত জীবনে তিনি বিবাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মানব জীবনের সুখ-- দুঃখ আনন্দ-বেদনা তার কাব্যে ফুটিয়ে তুলেছেন। দেশ-প্রকৃতি-পরিবেশ বিভিন্ন দিক নিয়ে রচনা করেছেন অগণিত কবিতা। ফেজবুকে এ পর্যন্ত তাঁর তের শতাধিক কবিতা প্রকাশিত হয়েছে। শীতলক্ষা সাপ্তাহিক পত্রিকা থেকে তার কবিতা প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তাদের জনক। করোনাকালীন সময়ে অধিকাংশ কবিতা রচিত। তাই বইটির নামকরণ হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। আশা করি বইটি সর্বমহলে সমাদৃত হবে ।