'বর্ণমালার হাসি' জলিল মুহাম্মদ- এর একটি ছড়া-কবিতা গ্রন্থ। তাঁর রচিত ছড়া-কবিতায় দেশমাতৃকার বাস্তব সমসাময়িক প্রতিচ্ছবি ছন্দে ছন্দে মহানন্দে তুলে ধরেছেন।
ছন্দের ক্ষেত্রে ছড়া-কবিতা নির্মাণে তিনি দক্ষতার প্রমাণ রেখেছেন। স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দে শব্দমালায় গেঁথেছেন মহান একুশ ও স্বাধীনতার সোনালী সোপান ।
সমসাময়িক ডিজিটাল বিষয়বস্তু নিজস্ব ভাব, ভাষা ও ছন্দে, চিত্রকল্পে, উপমায় সুনিপুণভাবে ছড়া-কবিতায় চিত্রিত করেছেন । যার রস আস্বাদনে পাঠক মহানন্দে অবগাহন করবেন। সবমিলিয়ে বইটি সবার সুখপাঠ্য হয়ে পাঠকপ্রিয়তা পাবে এই কামনা।