বই মেলা উপলক্ষ্যে অনেকেই একক বই প্রকাশ করেছেন, যারা পারেননি, তাদের কয়েকজনের অনুরোধে যৌথ ছড়া-কবিতা গ্রন্থ প্রকাশের উদ্যোগ। এ উদ্যোগের আয়োজন করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এর মাঝে কারো সমস্যা অর্থনৈতিক। এই সমস্য সমাধানে আমার একক প্রচেষ্টায় ফুল ফুটাতে হলো আমাকেই। তবু সবার কলমে মুক্তা ঝড়ুক। সবাই একদিন বড় কবি হয়ে উঠবে । কেউবা বটবৃক্ষ কবি হয়ে পৃথিবীকে ছায়া দেবে। মোম হয়ে আলোকিত করবে সমাজকে। সবার জন্য অন্তস্থলের শুভকামনা ।