কানিজ ফাতেমা খুশী, তাঁর লেখনীর নান্দনিক সৌন্দর্যের গুণে ইতোমধ্যই তিনি পাঠক মহলে সমাদৃত হয়েছেন। তিনি প্রকৃতির অভয়ারণ্যয় নিজেকে সঁপে দিতে পছন করেন। দেশ-মাতৃকার নিটোল প্রেম তাঁকে আকৃষ্ট করে। তাঁর বেড়ে উঠ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যাবলীর বিস্তৃত সবুজের বুকে। অদূরে অবস্থিত শীতলক্ষ নদীর প্রাণখোলা হাওয়ায় কবি মুগ্ধ হয়ে জলের ছলাৎ ছলাৎ ঢেউয়ের অনুভূতি কি হৃদয়ে ধারণ করেছেন বহুদিন। নৌকা, স্টিমার, লঞ্চ, চোখের ভেতর দিয়ে পাি জমিয়েছে বহুবার। সুচনালগ্ন থেকেই কবির ধ্যানে জ্ঞানে কল্পনায় বেড়ে উঠা মুক্তিযুদ্ধের সুমহান চেনায় তাঁকে ঘিরে রাখে সর্বদা ঐকান্তিকভাবে। শ্রদ্ধার আস তিনি আমৃত্যু তাই থাকবেন।
প্রেম-প্রকৃতি মা-মাটি-দেশ বিস্তর কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো এবং জগৎ সংসারে ঘাত-প্রতিঘাতের বাস্তব চিত্র দৃশ্যায়ন তাঁর লেখার মূল উপজীব্য বিষয়। নারীবা মানবিকতা ও মানুষের স্বাধীকারে সোচ্চার তিনি। অনবরত লিখে চলেছেন, অম পথের আইল ধরে সরল মসৃণ কাব্যের অদৃশ্য শরীর।
নান্দনিক ও আধুনিকতার প্রাণান্তকর মিশেলে সৃষ্টি করেছেন, নিজস্ব চেতনার বাস্তবি উপলব্ধি। লেখকের এবারের করোনাকালীন সৃষ্টি- পাতার ফাঁকে গলে প্রেম' তাঁ স্বাক্ষর বহন করে। বইটি পাঠক মহলে সাড়া জাগাবে-এ আমার বিশ্বাস ।
প্রিয় প্রকাশ