স্বনামধন্য কবি মুজিব আকন্দ-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'ভাঙ্গা তরী ছেঁড়া পাল'। কবি মনে আধ্যাত্বিকতাকে ধারণ করে জীবনবোধের বাস্তবচিত্র ভাব, ভাষা, ছন্দে, চিত্রকল্পে সুনিপুণভাবে কবিতায় চিত্রিত করেছেন। পাশাপাশি ভালোবাসার এক অনাবিল আবহ প্রেম-বিরহে সৃষ্টি করেছেন মায়াময় ইন্দ্রজাল ।
শুধু তাই নয়; দেশমাতৃকার সমসাময়িক প্রতিচ্ছবি ছন্দে ছন্দে মহানন্দে তুলে ধরেছেন-তাঁর কবিতার অন্তর্নিহিত ভাবধারায়। কবি ছড়ার ছন্দ স্বরবৃত্তে কিছু ছড়াও লিপিবদ্ধ করেছেন। মাত্রাবৃত্ত ছন্দ ও গদ্য কবিতায় কিছু কবিতা শব্দমালায় গেঁথেছেন। সবমিলিয়ে বইটি সুখপাঠ্য হয়ে পাঠকপ্রিয় হোক এই কামনা।