আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, নতুন কোন মুহূর্তই আগের মুহূর্তের মত নয়। নিজেকে, নিজের ক্ষমতাকে নতুন করে আবিষ্কার করার মধ্যেই বেঁচে থাকার স্বার্থকতা নিহিত।
কিন্তু এর জন্য আমাদেরকে সহজ সূত্র মেনে চলতে হয়। সহজ সূত্র হচ্ছে নিজের সময়কে মূল্যবান জ্ঞান করা, সময়ের কাজ সময়ে করা,সকল পরিস্তিতিতেই নিজেকে প্রবাহমান রাখা।
সফল মানুষেরা যে সব সূত্র মেনে সফল হয়েছেন তা অনুসরণ করে বা তা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের নানা বাধা, প্রতিবন্ধকতা, বিভ্রান্তিকর চিন্তা-ভাবনা, নেতিবাচক মনোভাব কাটিয়ে উঠে আমরা সফল হতে চেষ্টা করতে পারি।
মহামানবদের চিন্তা ও বাণী আমাদেরকে নতুন উপলব্ধি দেয়, নতুন বোধে উজ্জ্বীবিত করে এবং জীবন ও সৃষ্টি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়, প্রতিক‚লতার মধ্যেও সুযোগ খুঁজতে অনুপ্রাণিত করে।
আমাদের মানসিক দৃঢ়তা, শৃংখলাবোধ, সাহস, উদ্দীপনাবোধ নির্ধারণ করে প্রতিক‚লতার মধ্যে আমরা কতটা স্বাচ্ছন্দ্যবোধ করব, ব্যর্থতার পর ব্যর্থতা মেনে নিয়ে আমরা কতটা পথ চলতে সক্ষম হব। প্রকৃতপক্ষে জীবনের কোন কঠিন পরিস্থিতি ও প্রতিক‚লতাই চিরস্থায়ী নয়, সময়ের স্রোতে সকল প্রতিকুলতারই চুড়ান্ত অবসান ঘটে। প্রয়োজন শুধু প্রতিকুলতার মাঝে পাহাড়ের মত অটল থেকে নিজেকে প্রবাহমান রাখা। কোন কোন সময় স্থির থাকাতেই, প্রবাহমান থাকাতেই শক্তির প্রকাশ ঘটে।
মহামানবদের চিন্তা ও বাণী আলোর মত। মানুষের অন্তরের সুপ্ত শক্তির প্রকাশ ও বিকাশ লাভে, নতুন দিগন্তের উন্মোচনে তাদের বাণী যুগে যুগে, কালে কালে পথ দেখিয়েছে, আলো বিকিরণ করেছে। বইটিতে জীবনের বিভিন্ন দিক ও বিষয়ে মহামানবদের চিন্তা ও বাণী তুলে ধরা হয়েছে। এ বই আপনাকে হতাশার মাঝেও আলো দেখাবে, ব্যর্থতার মাঝেও নতুন করে শুরু করতে উৎসাহ যোগাবে, আপনি অন্তর্গত শান্তি ও স্বস্তিবোধ করবেন।
মাত্র একটি বাক্যও আপনাকে একটি বইয়ের চেয়ে বেশী চিন্তার খোরাক যোগাতে পারে।
এ বই পাঠকের প্রাণে নতুন সৃষ্টির প্রেরণা জাগাতে, আনন্দের খোরাক যোগাতে, সংকটময় সময়ে ভরসা যোগাতে, বাধা পার হয়ে সামনে এগিয়ে চলার উৎসাহ সৃষ্টিতে সহায়ক হলে তবেই আমার শ্রম সার্থক হবে।