মা-বাবাকে, সবসময় প্রশ্নের পর প্রশ্ন করে। কারণ শিশু জন্মগতভাবেই নতুন কিছু জানার আগ্রহ নিয়ে জন্মায়। অনেক সময় শিশুদের তাৎক্ষণিক প্রশ্নে আমরা বিব্রত বোধ করি। শিশুদের জানার আগ্রহ থেকে আমরাও আগ্রহী হই সেই রকম একটি বই প্রকাশ করার। যেখানে থাকবে একই সঙ্গে প্রশ্ন এবং এর যথাযথ চমৎকার সব উত্তর ।
বিজ্ঞান আজ আমাদের অপরিহার্য জানার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভূগর্ভ থেকে ভূমন্ডলে বিজ্ঞান ছাড়া অন্য কিছু ভাবা যায় না। মহাসমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত সবই বিজ্ঞানের পাসওয়ার্ডে একই ঝুলিতে সঞ্চিত । এই অন্তহীন দিগন্তে পাঠক যাতে সহজে অবগাহন করতে পারে, সেই চেষ্টা লেখকের।
কী নেই এই চমৎকার বইটিতে? ভূবিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানের মাঝে আমরা জ্ঞান আহরণ করতে পারবো। জানতে পারবো আরো প্রকৃতি-বিজ্ঞান, ভৌত-বিজ্ঞান, প্রাণি-বিজ্ঞান উদ্ভিত-বিজ্ঞান