এত কথা কোত্থেকে কয়
তাঁরে দেখতে ইচ্ছে হয়
কত খুঁজি দিনভর
তবু বলে সবুর কর-
এই সবুরেরও শেষ হয় না, তাকে পাবারও চেষ্টা ফুরোয় না। অনুসন্ধিৎসু মনই মানুষের শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ঊর্ধ্ব-মর্ত্য ভুতঃভবিষ্যৎ ও সৃষ্টিশৈলীর লীলাভূমি। এই লীলাভূমিরই বিকাশ-প্রকাশ, চেষ্টা-সাধনা, বাদ-প্রতিবাদ, আনন্দ-বিষাদ, গৌরব-অহংকার, বন্ধন-মুক্তি, আলোচনা-সমালোচনা প্রভৃতি নিয়ে মানুষের যত কথা। তার ক্ষুদ্র প্রয়াস এই বইটি। ভালো লাগা না লাগার ক্রিয়া-প্রতিক্রিয়া গ্রন্থাকারের একান্ত পাথেয়।
তোমরা যে যাই বলো মোরে
ত্যাগেই আমি ধন্য ওরে।