মানবসভ্যতার একটি বড়ো অগ্রগতির নিদর্শন ছিল আগুনের ব্যবহার। বর্তমানে আগুন যেন অনেক বেশি সহজ, স্বাভাবিক আর নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগুন তো থাকবেই। এমন একটা সময় ছিল যখন আগুন নামক কোনো ব্যাপার ছিল না। অন্তত মানুষের জ্ঞান ছিল না সেই ব্যাপারে। যথারীতি প্রশ্ন চলেই আসে যে, তাহলে ঠিক কবে থেকে আগুন ব্যবহার করা শুরু করল মানুষ? কে প্রথম আগুন নামের এই জাদুকরী বিষয়টিকে আয়ত্বে আনে? মানব সভ্যতা আজ যেন চাকার ওপর দাঁড়িয়ে আছে। কোথায় চাকার দরকার হয় না। যে কোনো স্থলযান তো বটেই, চক্রাকারে পাখা ঘোরানোর ব্যবস্থা থাকে জলযানে ও আকাশযানেও। সত্য বলতে কী, চাকাই মানবসভ্যতাকে সচল করেছে এবং ধাপে ধাপে এগিয়ে দিয়েছে উন্নতির শীর্ষে। যতকাল মানবসভ্যতা থাকবে ততকাল অব্যাহত থাকবে চাকার ব্যবহার। মাত্র দেড়শ দুশবছর আগেও ইউরোপের পন্ডিতরা বলত আরব দেশের লোকেরাই প্রথম দশমিক ধরে অঙ্ক কষার নিয়ম আবিষ্কার করেছে।কথাটা ঠিক হলে শূন্য (০)আবিষ্কারের গৌরবটাও আরবদের দিকেই যেত। কিন্তু আসল সত্যিটা ইউরোপের পন্ডিতরা এখন স্বীকার করছেন। মানুষের মুখে কথা আসার পরে গুহাবাসের শেষের দিকেও সম্ভবত ঈশ্বরের ভাবনা ভাবেনি। তবে কিছু কিছু অলৌকিক শক্তিতে বিশ্বাসী হয়ে উঠেছিল। কিছু কিছু তুকতাক এবং সংস্কারের বশীভূত হয়েছিল। গুহা ছেড়ে বেরিয়ে আসার পর আরও সংস্কারাচ্ছন্ন হয়ে উঠেছিল। তাহলে ঈশ্বর ভাবনা কোথা থেকে এলো? এসব মজার মজার বিষয় নিয়ে এই বই।
Rahim Shah-১৯৫৯ সালের ৩রা অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় রহীম শাহ জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়ি। কে. এম. আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের পঞ্চম সন্তান তিনি। পেশায় সাংবাদিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম কর্মী রহীম শাহ শিশু ও পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিতও হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, আবদুল আলীম স্মৃতি পুরস্কার, শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক, চন্দ্রাবতী একাডেমী শিশুসাহিত্য সম্মাননা, কথন শিশুসাহিত্য পদক, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা এবং নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক-এ ভূষিত হয়েছেন।