ইতিহাসের নায়ক-নায়িকাদের ভিতর বাহির নিয়ে সমকালের আগের অথবা পরের কোন কালকে বিবেচনায় রেখে কিংবা তার সাথে একাত্ম হয়ে 'পূনরাবৃত্ত' গ্রন্থের মাধ্যমে তুলে আনা সম্ভব হয়েছে রানু নাকি ভানু, মান্টো নাকি ইসমত, গান্ধী নাকি সরলা, জিন্নাহ নাকি রটি, রথীন্দ্রনাথ নাকি মীরা, নাজিম হিকমত নাকি ভেরা, ভুপেন নাকি কল্পনা কে কতখানি হৃদয়ের মরুতে ফোটাল নীল পদ্ম? সমকালীন সামাজিকায়নে সৃষ্ট আজকের প্রেক্ষাপটও তার ব্যতিক্রম নয়, হয়তো এ যুগের বেশিরভাগ সেলিব্রিটিদের দৃষ্টিভঙ্গিও।