শিল্পসম্মত সাহিত্যের যে কোনো কাজই কঠিন যা বলার অপেক্ষা রাখে না। সব গল্প শিল্পসম্মত হয়ে উঠবে এমনটি আশা করাও ভুল।
একটি গল্প তখনই শিল্পের মানে উত্তীর্ণ হয় যখন গল্পের শিকড়ে থাকে দর্শনের উত্তাপ, আখ্যানে নিগূঢ় রহস্য, বিমূর্ত ভাবনার উপ্ত বীজ, অনাস্বিদ সম্মোহক বিস্ময় ভাষার মায়াজাল এবং ক্ষেমংকর ইঙ্গিত। দীর্ঘকাল ধরে সাহিত্যের প্রতিটি অঙ্গনে বিরাজ করলেও কথাসাহিত্যই ক্রমে প্রাধান্য লাভ করেছে।
বিভিন্ন শ্রেণির পাঠকের জন্য লেখা হয়েছে প্রায় শ’ তিনেক গল্প । এই গল্পগুলো থেকে বাছাই করে বত্রিশটি গল্প দিয়ে এক মলাটে গ্রন্থিত হলো ‘নির্বাচিত গল্প। এই গল্পগুলো নির্মাণের মধ্য দিয়ে কোথাও বোনা হয়েছে দর্শনের সুপ্ত বীজ, কোনো গল্পে বিমূর্ত চিন্তনের অনুষঙ্গ আবার কোনো গল্পে সমাজবাস্তবতা ও জাদুবাস্তবতার আবছা ছায়া।
এই গ্রন্থের বেশির ভাগ গল্পই অগ্রন্থিত কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত। গল্পগুলো পাঠককে আনন্দ ও চিন্তনের ব্যঞ্জনা যোগাতে পারবে বলে বিশ্বাস।