Category:সালাত/নামায
বিশ্বাস করো, আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি—তুমি আসবে বলে। কিন্তু প্রতিদিনই তুমি আমায় নিরাশ করো। একবারও দেখা দাও না। অবশ্য না দেওয়ারই কথা। তুমি তো ঘুমিয়েছই শেষরাতে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে কোনদিক দিয়ে যে রাত পেরিয়ে গেছে, টেরই পাওনি। নামাজে আসবে কিভাবে! শেষরাতে ঘুমিয়ে ফজর ধরাটা কষ্টকর বৈকি। আচ্ছা, তুমি কি জানো এই নামাজের গুরুত্ব কতটুকু?
"ফজরের দু-রাকাত (সুন্নাত) পৃথিবী ও তার মধ্যেকার সকল কিছুর চাইতেও উত্তম।”]
Report incorrect information