অনাদীকাল থেকে বাংলা কবিতার যে জোয়ার বয়ে চলেছে; সৈয়দা নূরজাহান বেলা সেই জোয়ারেরই অংশ । চিরায়ত বাংলা কবিতার যে রূপ-রেখা আমরা অবলোকন করি; তার কবিতা ঠিক সেরকমই। এদেশের জলবায়ু, মাটি, বাতাস তথা শ্যামল প্রকৃতি যেমন মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, কবিও তার শব্দমালায় সেভাবেই পাঠক-সমাজকে নিবিড় বন্ধনে আবদ্ধ করতে চান- সেখানে জীবনাভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ বেশ সাবলীল। সহজ-সরল শব্দ চয়নের মধ্যদিয়ে তিনি পাঠকের অন্তরের কথাটিই বলতে চেয়েছেন। সবুজ-প্রকৃতি ও পলিমাটির নিবিড় স্পর্স তাকে নিয়ে যায় ফেলে আসা সেই সোনাঝরা বিকেলে। তিনি ফিরে যান তার সুন্দর শৈশবে, তিনি ফিরে যান যমুনার ঢেউয়ের মতো উত্তাল যৌবনে। এই যে জীবনের কাছে ফিরে আসা- তা বোধকরি মানুষ মাত্রই অনুভব করেন। সৈয়দা নূরজাহান বেলা সেই অনুভব-অনুভূতিকে নিপুণ শব্দমালায় সাজিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।