কবি মেজবাহ উদ্দিন নিসর্গের সন্তান। কবিতায় প্রাণ ও জীবনের জয়গান সর্বদা হাজির স্বভাষায় ও স্বভঙ্গিতে। তাঁর কাব্যের ভাষার নির্মাণশৈলী ঘাসের নরম সবুজ শিশিরের মতো। টুপ করে পড়ে যায় তামাটে মাটির শরীরে- আর মিশে যায় বাংলার সুফলা উর্বর জমিনে। কবির জন্ম সবুজের জঠর থেকে, শ্যামলীর প্রেম থেকে, নয়ানাভিরাম পারোলি নদীর স্রোত থেকে।
কবিতাযাত্রায় কবি মেজবাহ উদ্দিন নিজের চিন্তার সীমারেখা পেরিয়ে ছুটে চলেছেন, কবিতার অনন্তযাত্রায়। কবি নিয়ত যে বেদনায় ও কাঁটায় বিদ্ধ হন, তেমনি পাঠককেও সেই কবিতার অনন্তযাত্রায় বাসনার গোলাপের কাঁটায় বিদ্ধ করেন।
‘বাসনার গোলাপ ও কাঁটা’ পাঠক প্রিয় হয়ে উঠুক- এই কামনা। জীবন সুন্দর হোক। কবি ও কবিতার জয় হোক।