১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
উন্নয়ন অর্থনীতিতে বর্ণিত হয়েছে যে দেশ যত তথ্য-প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে সেই দেশ ততো দ্রুত উলম্ব অক্ষে উন্নতির দিকে ধাবিত হবে। আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে এর অর্থনীতি তথ্য-প্রযুক্তি ভিত্তিক হওয়া অত্যাবশ্যক। আর এই তথ্য-প্রযুক্তির শিরমনি হলো আধুনিক বিশ্বের বিস্ময়কর উদ্ভাবন কম্পিউটার প্রযুক্তি, মোবাইল ও অন্যান্য। বেশ দেরিতে হলেও আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব অনুধাবন করে এর শিক্ষা ও ক্রমবিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ছষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার শিক্ষা তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে আবশ্যিক করেছেন। সরকারের এই উদ্যোগকে ফলপ্রসু ও সার্বজনিন করণার্থে অন্যান্যের মধ্যে অতীব প্রয়োজন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাক্রমের উপযোগী মাতৃভাষা বাংলায় প্রণীত বই-পুস্তকের সহজলভ্যতা। এ লক্ষ্যকে সামনে রেখে আমার মত কতিপয় লেখক দীর্ঘদিন যাবৎ এ সংক্রান্ত বই-পুস্তক প্রণয়ন করে চলেছেন। আমি তাদেরই মতো একজন দেশ মাতৃকার কল্যাণার্থে এ কাজ করে চলেছি। সুদীর্ঘ ৩৩ বছর যাবৎ এ সংক্রান্ত আমার প্রণীত বইয়ের সংখ্যা প্রায় শতাধীক। তন্মধ্যে নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত এই বইয়ে আপ্রাণ চেষ্টা করা হয়েছে ভাল করার। বইটির প্রতিটি অধ্যায়ে শিক্ষাক্রমানুসারে প্রাসাঙ্গিক আলোচনা, উপস্থাপনা, কমান্ড প্রয়োগ ইত্যাদিতে তীক্ষ্ন দৃষ্টিপাত করা হয়েছে। বইটি প্রণয়নে দেশী-বিদেশী বিভিন্ন বই, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরামর্শ ও সাহায্য নেয়া হয়েছে; তাঁদের সকলের প্রতি গভীর আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্বল্প সময়ে এমন একটি বই প্রণয়ণ ও প্রকাশে হয়তো কোন না কোন ত্রুটি-বিচ্যুতি লক্ষ্যণীয় হতে পারে। এজন্য সমালোচনা আশা করি যা বইটির পরবর্তি সংস্করণে পরিপূর্ণ শুদ্ধতা আনয়নে সহায়ক হবে।
Title
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ ও আলীম শ্রেণি)