সময় বেড়ে গিয়ে একসময় পঞ্চভূত বিলীন হয়ে যাওয়ার নামই জীবন । প্রকৃতি এই মমতাময়ী কাজটি চালিয়ে যায় নিরবচ্ছিন্নভাবে সমষ্টিগত ক্ষয়ও চলে অবিরাম। আর ব্যক্তির সংকটের মাঝেই লুকিয়ে থাকে সমষ্টির বিপন্ন এক চিত্র।
জুলফিয়া ইসলাম-এর লেখা নয়টি উপন্যাস একত্রিত করে ‘উপন্যাসসমগ্র' বের হলো । এই উপন্যাসগুলো যেমন- পদ্মপাতায় জল, মন চাহে যারে, প্রেম ও কাম, নেই, বেঁচে রব পৃথিবীতে আনাচে কানাচে, বিচ্ছেদ, সারাবেলা তোমার সঙ্গে, হৃদয়ের একূল ওকূল, করাঘাতের শব্দ শুনি। এই উপন্যাসের প্রতিটি চরিত্রেই এসেছে রাষ্ট্র, সমাজ, পরিবার ও পরিবেশ। সম্পর্কের টানাপোড়েনের গল্পও উঠে এসেছে গভীর অন্তগূঢ় বীক্ষণ হয়ে। প্রতিটি উপন্যাস তৈরি করতে চরিত্রগুলোর নির্মাণ বা সৃষ্টি সব মাটি থেকেই উদগত হয়। বার্তা পৌঁছে যায় বর্তমানের কাছে। পরবর্তী মানুষের কাছেও। প্রতিটি সৃষ্টি শিল্পের একেকটি দলিল ।