সমাজে বিভিন্ন ইসলামি অনুষ্ঠানের প্রতি গভীরভাবে লক্ষ করলে অনুধাবন করা যায় যে,অধিকাংশ ইসলামি অনুষ্ঠানে আল্লাহকে স্মরণের নামে আল্লাহর ফিকির করা হয় এবং বিভিন্ন কাজের শুরুতে এবং শেষে দুআ করা হয়।
এটা অত্যন্ত ভাল যদি হয় শরীয়ত সম্মত। শরীয়ত সম্মত যিকিরে বান্দাহ অসংখ্য পূণ্য অর্জন করতে পারে। আর যদি সেই যিকির এবং দুআ কুরআন এবং সহীহ্ সম্মত না হয় তাহলে পূণ্যের পরিবর্তে গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।