পাঞ্জে সূরাহ্ বা পাঁচ সূরাহ্ নামে কুরআনের তাফসীরে কিংবা সহীহ্ হাদীসে উল্লেখ নাই। তবুও বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই উপমহাদেশে এ নামে বইয়ের চাহিদা অনেক। তাই মূল আরবি, আরবির উচ্চারণ আর অর্থ সহ অত্র বইটিতে সূরাহ্ ইয়াসীন, আর রহমান, আল ওয়াক্বিয়াহ,আল মূলক, আল মুযযাম্মিল এর সহীহ্ ফাযিলত সহ তুলে ধরা হয়েছে।