ছড়াকার আনোয়ার পাশা।
প্রজাতন্ত্রের একজন সেবক বা সুশীল সেবক। ‘জলধ্বনি’ তাঁর অনুভূতির অনুরণন। অন্তরের অন্তরালে জেগে ওঠা ভাব ও ভাবনার উর্মিমালা সবার মাঝে ছড়িয়ে দিতেই ছাপাখানায় ছুটে চলা। তাঁর ভাবনায় এসেছে মানুষ, প্রকৃতি ও পরিবেশের নানা উপাদান। মূলতঃ তিনি সময়ের চালচিত্রের প্রতিধ্বনি তুলেছেন লিমেরিক এবং রুবাই- এর পংক্তিতে পংক্তিতে। ছোট্ট কিন্তু সুন্দর শব্দগুচ্ছ পাঠক হৃদয় স্পন্দিত করবে, ঋদ্ধ করবে। প্রিয় পাঠক ‘জলধ্বনি’ কেবলই আপনার জন্য।
শামসুদ্দীন শিশির
শিক্ষক প্রশিক্ষক