15 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 300TK. 144 You Save TK. 156 (52%)
Related Products
Product Specification & Summary
b>'চোখের বালি'র কাহিনি সংক্ষেপ
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' চিত্রিত হয়েছে পারিবারিক জীবনের নিগূঢ় আবহকে ঘিরে। উপন্যাসের বিষয় সমাজ ও যুগ-যুগান্তরাগত সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ। আখ্যানভাগ সংস্কারের সর্বময় কর্ত্রীমা, এক অভিজ্ঞতা বালিকাবধূ, এক বাল্যবিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে আবর্তিত। মানবচরিত্রের নিরন্তর জটিলতা, সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব ও সূক্ষ্ম অনুভূতির সাথে প্রবৃত্তির সংঘাতের ওপর ভিত্তি করে রচিত এই উপন্যাসটির উৎকর্ষতার প্রমাণ মেলে এর ঘটনাপ্রবাহ ও চরিত্রের বিন্যাসে। মানসিক দ্বন্দ্বের এ ধরনের রূপক-উপাখ্যান বাংলা সাহিত্যে সত্যি বিরল। উপন্যাসের প্রতিটি চরিত্রের মনোজগৎ ক্রমাগত ঝঞ্ঝাবিক্ষুব্ধ হয়ে ওঠে ঘটনাপরম্পরায়। সেসব চরিত্রে যূথবদ্ধ হতে দেখা যায় অনিন্দ্য সুন্দরী, আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন ও কর্তব্যপরায়ণা অকাল বিধবা বিনোদিনী; সংসারের সর্বময় কর্ত্রী ও পুত্রস্নেহে অন্ধ রাজলক্ষ্মী; অনভিজ্ঞা বালিকাবধূ আশালতা; আত্মদম্ভী মহেন্দ্র; অনন্য ব্যক্তিত্বের অধিকারী বিহারী এবং শাশ্বত বাঙালি নারীর স্নেহশীল ও কল্যাণময়ী মায়ের প্রতিচ্ছবি অন্নপূর্ণাকে।