দুর্ভেদ্য মিলিটারি প্রিজন থেকে পালানো এক কয়েদিকে ধরার দায়িত্ব চেপেছে জন পুলারের কাঁধে। সেই কয়েদি আর কেউ নয়, জন পুলারেরই সহোদর বড় ভাই- রবার্ট পুলার। উপরমহল থেকে সমন জারি করা হলো, যে কোনো মূল্যে এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরে আবার জেলে পুরতে হবে। আর এই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য সরকারের তরফ থেকে জন পুলারকেই নিয়োগ দেয়া হয়।
তদন্তে নেমে জন বুঝতে পারল, শুধু সে নয়,আরও অনেকেই তার ভাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে।কেস সমাধান করার জন্য তাকে হাত মেলাতে হলো আরেক এজেন্টের সাথে, কিন্তু শুরু থেকেই সহকর্মীকে নিয়ে দোটানায় ভুগতে শুরু করল সে। রবার্টের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও কাটছে না সন্দেহ। সত্যকে পর্দার আড়ালে রাখতে কলকাঠি নাড়ছে কে?
লেলিয়ে দেয়া পাগলা কুকুরদের হাত থেকে ভাইকে রক্ষার জন্য জন পুলারের ইনভেস্টিগেটিভ ট্যালেন্ট আর ফাইটিং স্কিল যথেষ্ট হবে কি না, সে জানে না। নিজেও কি আদৌ বাঁচতে পারবে এই মহাযজ্ঞে প্রতিপক্ষের করাল গ্রাস থেকে?
জন পুলার সিরিজের তৃতীয় খণ্ড 'দি এসকেপ'-এর দুনিয়ায় আপনাকে স্বাগতম।