Get eBook Version
TK. 90* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
তানিয়া গাড়িতে বসে আছে। বধু এখানে। নামেনি। মতিনের নিকট আত্মীয় অনঢ়া মেয়েরা বধূর গায়ে ফুল ছিটাচ্ছে। ফুলেল বর্ষনে ভরে যাচ্ছে বিয়ের গাড়ি। এরপর মতিনের জাতীয় সম্পর্কীয় ভাবিরা এলাে বধুকে গাড়ি থেকে ন'মত। আ হা এ যেন কোন নারী নয় গঠন দেখে মনে হয় স্বর্গ থেকে নেমে আসা কোন মুখ, উপস্থিতিদের সামনে গাড়ি থেকে নামল। বউ দেখে বিয়ে বাড়ির লােকেরা সকলে মতিনকে বাহবা দিয়ে বলতে থাকল, তােমার পছন্দের প্রশংসা করি । | এমন মেয়েকে দেখতে পাড়ার মানুষেরা বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আসতেই থাকল। তারা ঘােমটা খুলে তানিয়াকে দেখে। যে আসে যে দেখে সেই হাসি খুশি মনে ফিরে যায়।
সন্ধ্যা হয়ে গেছে তবু তানিয়াকে দুই একজন করে দেখতে আসে। এতে মতিনের আর তর সয় না।
বাসর রাত্রি হল মধুময় রাত। | কেন যে লােকজন সরছে না! নতুন বউ নিয়ে মতিন বাসর ঘরে উঠবে, অথচ দর্শনার্থীরা বধুর পিছন লেগেই আছে। ছেলেটার গতিবিধি লক্ষ্য করে মতিনের বড় ভাবি বুঝতে পারল অনেক রাত হয়ে গেছে। তাদের বাসর রাতের এই সময়কে আর নষ্ট করা যায় না।
Report incorrect information