লাল-সাদা রঙের সেলােয়ার। ঘিয়ে রঙের কামিজ। বিশ বছর বয়সের একটি মেয়ে। তার মাথার চুলগুলাে এলেমেলাে। গায়ের রং ফর্সা। হালকা পাতলা গঠন। মেয়েটির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। পতাকাখানা বাশের আগায় বেধে উঁচু করে ধরে রাস্তা ধরে সামনে হেঁটে যাচ্ছে। ডানে বামে তাকাচ্ছে। দেখছে দেশের বিচিত্র রূপ। ঘর-বাড়ি, দোকান মার্কেট। মেয়েটি রাস্তা দিয়ে হেটে যেতে রাস্তার পার্শ্বের একটি মার্কেটের ভিতরে অনেকগুলাে লােক দেখতে পেল। বসা লােকগুলাের দিকে সে এগিয়ে গেল । পাশাপাশি বসা লােকগুলাে মেয়েটির যাওয়া দেখে তারা তার দিকে তাকাল। লােকগুলাে তাকিয়ে থাকতে থাকতে সে তাদের সামনে গিয়ে দাঁড়াল । মেয়েটি লােকগুলােকে উদ্দেশ্য করে বলল, আজ আপনি আপনার দেশের জন্য কোন কাজ করেছেন কি?