ভাদর চাচা, পাপ তাপ হতে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলাে নামায নামাযকে এড়িয়ে চললে আল্লাহ তায়ালার সন্ধান পাবেন কি করে? আমি আপনার মঙ্গল কামনা করি বলে আপনাকে সত্যর পথে চলতে ডাক দিই। প্রতিবেশীর প্রতি দায়িত্ব মনে করে আপনাকে নামাযে যেতে বলি। আপনি আমার প্রতিবেশী, আপনি নামাযে না গেলে আমার সমাজের লজ্জা, আমার দেশের লজ্জা, জাতির লজ্জা। সমগ্র মুসলিম সম্প্রদায়ের লজ্জা। আযানের পর পর যে মসজিদে যায়
তার আর বিধর্মীর মধ্যে কোন পার্থক্য থাকে না। এই জন্য আমি আপনাকে নামাযের জন্য বার বার আহ্বান জানায়।