যেসব গুণ মানব-চরিত্রকে মহিমান্বিত করে তােলে সত্যবাদিতা তার মধ্যে একটি মূল্যবান গুণ। সত্যের চেয়ে বড় গুণ আর দ্বিতীয়টি নেই। এই মহাবিশ্ব চির সত্যের ওপর প্রতিষ্ঠিত। সত্য ও বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ তার নিজেকে আবিষ্কার করতে পারে। সত্য আলাের মতােই উজ্জ্বল। মিথ্যা সে তাে ঘন অন্ধকার। তাই মানুষের সাধনা সত্যের সাধনা, সত্যবাদিতার গুণ অর্জন করাই মানুষের নিরন্তর সাধনা হওয়া উচিত। কোনাে কিছু গােপন না করে অকপটে প্রকাশ করার বৈশিষ্ট্যের নামই সত্যবাদিতা। সত্যকে সবকিছুর উর্ধ্বে রেখেই লেখক তার এই উপন্যাসটি সুবিন্যাস্ত করেছেন। ‘সত্যবাদী মানুষ’ ভিন্নধর্মী এই উপন্যাসটি পাঠকের কাছে ভালাে লাগবে বলে আমার বিশ্বাস।