দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক পাকিস্তান পত্রিকায় বঙ্গবন্ধুর এই নিবন্ধগুলো প্রকাশিত। ষাট ও সত্তরের দশকে। ‘স্মৃতির মিছিল’ প্রথম ছাপা হয় দৈনিক পাকিস্তানে ১৯৬৯ সালে। সম্পাদকীয় পাতায় উপসম্পাদকীয় হিসেবে। পরে দৈনিক বাংলায় সোহরাওয়ার্দীর স্মৃতিবার্ষিকী সংখ্যায় মূল প্রবন্ধ হিসেবে প্রকাশিত। প্রতিটি লেখার সঙ্গে সংযুক্ত হলো প্রকাশের তারিখসহ মূল পত্রিকার পৃষ্ঠাগুলো। যেহেতু সবকটি স্মৃতিবিষয়ক কলাম তাই একটি রচনা থেকেই হলো বইয়ের নামকরণ। বইটি দুটি অধ্যায়ে বিন্যাস। প্রথম অধ্যায়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে শেখ মুজিবুর রহমানের লেখা, দ্বিতীয় অধ্যায়ে তফাজ্জল হোসেন (মানিক মিয়া)-কে নিয়ে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির রচনায় ঘনিষ্ঠ দুই ব্যক্তিত্বের মধ্য দিয়েই উঠে এসেছে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিচয়।