সময়ের ভেতরে বসবাস করে সময়কে নিংড়ে জীবনে রঙ ছড়ায় মানুষ। যাপিত জীবনের কোলাহল দিয়ে নিভৃতে যন্ত্রণার রেণুগুলো ঢেকে নিয়ে মানুষ চায় সুখী হতে, তৃপ্ত হতে, পরিপূর্ণ হতে। অনুরাগে আর বিরাগে, প্রেমে আর অপ্রেমে, প্রণয়ে আর পরিণয়ে, দ্রোহে আর দাহে, শোকে আর ক্ষোভে, অভিমানে আর অভিযোগে, বন্ধনে আর মুক্তিতে, জয়ে আর পরাজয়ে মানুষ একজীবনের সকল দেনা-পাওনার হিসেব চুকিয়ে চলে। পরমায়ুর বীজ বুনে বুনে ঘটিয়ে চলে জীবনের বিস্তার। সময়ের বিস্তীর্ণ প্রেক্ষাপটে মানুষের এই বহুমুখীন প্রবাহমানতা তাকে ঋদ্ধ ও সমৃদ্ধ করে তোলে। বিচিত্র জীবনের রঙের কারুময়তা থেকে তুলে নেয়া ছোপ ছোপ আলোর কুণ্ডলীর সম্মিলিত প্রপঞ্চ ষষ্ঠশরের গীত।