Category:#9 Best Seller inপশ্চিমবঙ্গের বই: রোমান্টিক কবিতা
বই এর প্রথম ফ্লাপ
সে এলে
সে এলে আজ কী নিয়ে কথা হতে পারে ?
আত্রলিতার খোলা চিঠি? ডিউকের আত্মহত্যা ?
অথবা বিলি মরিসনের পিয়ানো?
কী নিয়ে আজ তার সাথে কথা হতে পারে!
হেনরিয়েটার ভাঙা আয়না? বন্দরে নোঙর করা যুদ্ধজাহাজ ?
কিংবা কাঁসাইয়ের ঘাটের সেই দুরন্ত প্রেমিক-প্রেমিকা ?
সে এলে সব যুদ্ধকে বুকে নিয়ে কাঁপি, সব রহস্যকে গুছিয়ে রাখি।
তামাম আত্মহত্যারা আমার গুপ্ত কুঠুরিতে ভিড় করে।
একটা মনের কথা বলার জন্য রোজ এত যুদ্ধ, এত আত্মহত্যা,
এত রহস্য বুকের মধ্যে নিয়ে কি বাঁচা যায় ?
Report incorrect information